1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাটে চোরাই মোটরসাইকেল দেশীয় অস্ত্র,গুলি, মদ, গাঁজা, ইয়াবা ও ডাকাতির প্রস্তুতির জন্য ব্যবহৃত সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে কালাই উপজেলার মাত্রাই বানদীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের পাঠানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- জেলার কালাই উপজেলার মাত্রাই বানদিঘি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে মাহাবুব মন্ডল (৪২), কালাই পৌর থানা পাড়া মহল্লার মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভাঙ্গি এলাকার মোঃ হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

 

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ২ রাউন্ড গুলি, চোরাই ১টি মোটরসাইকেল, ১টি বিদেশি মদের বোতল, ৫০ গ্রাম গাঁজা ও ৪৪০ পিস ইয়াবা ও ডাকাতির প্রস্তুরির জন্য একটি প্লাস, একটি স্ক্রু-ড্রাইভার, ১৩টি লোহার ফলা, একটি হাতল যুক্ত হ্যামার ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত মাহাবুব মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা ও বজলার রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে।

কালাই থানার অফিসার ইনর্চাজ সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট