1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
২৭ মামলার পলাতক মাদককারবারী আরিফ গ্রেফতার - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন

২৭ মামলার পলাতক মাদককারবারী আরিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

২৭ মামলার পলাতক আসামি ও মাদককারবারী মো. আরিফকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার আটোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

 

সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, গত ২৩ আগস্ট মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে মোছা. পারভীন নামীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে শাহী মরিচের গুড়া ও শাহী হলুদের গুড়ার প্যাকেটে বিশেষ ভাবে প্যাকিং করা ২২০ (দুইশত বিশ) গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর প্রকৃত মালিক ছিল গ্রেফতারকৃত মোঃ আরিফ। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ‍রুজু হয়। উক্ত মামলায় এজাহারভুক্ত পলাতক অভিযুক্ত ছিল আরিফ। মামলা ‍রুজুর পর আরিফ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আরিফ একজন পাইকারী মাদকদ্রব্য (হেরোইন) ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যে হেরোইন নিয়ে এসে ঢাকা শহর, এর আশপাশের এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

 

গ্রেফতারকৃত আরিফ এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর এবং বাংলাদেশের বিভিন্ন থানায় মোট ২৭ টি মাদক মামলার তথ্য পাওয়া যায় মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট