সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মোছা: রিমা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, নিহত রিমার স্বামী সোহেল ধারালো দিয়ে ছুঁড়ি তার বুকে আঘাত করলে স্থানীয় লোক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এবং চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন সোহেলকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল আটককে করে থানায় আনা হয়েছে। নিততের মরদেহ মর্গে রাখা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান ।
Leave a Reply