দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয় জগতের বাইরে থাকলেও তার জনপ্রিয়তা আজও কমেনি। এবার ইউটিউব চ্যানেলও চালু করলেন শাবনূর।
১৪ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’
১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনি রাতে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাবনূর। ঢালিউডের বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। সালমান শাহের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয় ছিল।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
Leave a Reply