রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৫ জনের মৃত্যু হয়েছিলো।
বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন, ও নওগাঁর একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা দুইজন ও পুরুষ দুইজন রয়েছেন। তাদের বয়স ১১ থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৪০জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪৮জন ও করোনা নেগেটিভ ৩৩জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২১জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৬৪৪জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৫ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ, জয়পুরহাটে শনাক্তের হার ২দশমিক ৭৫ শতাংশ, ও চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ।
Leave a Reply