রাজধানীর তুরাগ থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. শেখ রাজা। তার বাড়ি ঢাকার আশুলিয়ায়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় তুরাগের কামারপাড়া এলাকা থেকে ইয়াবাসহ শেখ রাজাকে গ্রেফতার করা হয়। এসময় রাজার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ মো.মেহেদী হাসান জানান, থানায় নিয়মিত টহলে থাকা একটি পুলিশ দল সংবাদ পান যে কামারপাড়া চেকপোস্টের পূর্ব পাশে এক চায়ের দোকানের পাশে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় টহল পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে সটকে পড়ার সময় গ্রেফতার করা হয় রাজা নামের এক ব্যক্তিকে। আর তার শরীর তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা।
গ্রেফতারকৃত রাজা তুরাগ ও তার আশপাশ এলাকায় ইয়াবা বিক্রি করে থাকে। তুরাগ থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply