1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
টানা তিনদিন মৃত্যুহীন রংপুর - বাংলা টাইমস
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

টানা তিনদিন মৃত্যুহীন রংপুর

রংপুর ব্যুরো
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে এ বিভাগে টানা তিন দিন করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক শূন্য ১।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জনা যায়।

 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ৫ জন, পঞ্চগড়ের ১১, নীলফামারীর ২, লালমনিরহাটের ২, কুড়িগ্রামের ৭, ঠাকুরগাঁওয়ের ১৯, দিনাজপুরের ৪ ও গাইবান্ধার ১ জন আছেন।

 

এ নিয়ে বিভাগে করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ৩০২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এখন পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ২১৮। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২২ জন। এ ছাড়া রংপুরের ২৯০ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৬, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৫, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন আছেন।

 

৮৫ দিন পর গত রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত এবং দ্বিতীয় দিনের মতো ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) করোনায় রংপুর বিভাগে কোনো মৃত্যু হয়নি। এর আগে গত ১৮ জুন মৃত্যুহীন ছিল রংপুর বিভাগ।

 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বাংলা টাইমসকে বলেন, সারা দেশেই করোনার সংক্রমণ কমছে। রংপুর বিভাগেও একই চিত্র। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর যেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, বাইরেও সেভাবে মানা হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট