1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সুদানে বন্যায় ৮৪ জনের প্রাণহানি - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

সুদানে বন্যায় ৮৪ জনের প্রাণহানি

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় সুদানে ৮৪ জন প্রাণ হারিয়েছে। হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

 

সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরো ৬৭ জন আহত হয়েছে।

 

তিনি বলেন, পানিতে পড়ে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় এসব মানুষ প্রাণ হারায়। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি ধসে পড়েছে এবং ২৭ হাজার ২শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

উল্ল্যেখ, গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে সুদান বাধ্য হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১ লাখ ১০ হাজারেরও বেশি ঘর বাড়ি ধসে পড়ে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট