আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ১২১ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগার যুবারা।
প্রথম ম্যাচে ১৬ রানে জেতা স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে জেতে ৩ উইকেটে। প্রথম দুই ম্যাচে আফগান যুবারা প্রতিরোধ গড়ে তুললেও তৃতীয় ম্যাচে হারে ১২১ রানের বিশাল ব্যবধানে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ভোরে ২২২ রান করে টাইগাররা।
২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় আফগান যুবারা। ১২১ রানের বড় জয় পায় বাংলাদেশ। যুব ওয়ানডেতে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন।
আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে দুই দল। ২২ সেপ্টেম্বর যুব টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা।
Leave a Reply