রাজধানীর মতিঝিল থেকে ছিনতাইয়ের সময় অস্ত্রসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-আ: রব ও মো.সাইফুল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুইটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, রোববার (১২ সেপ্টেম্বর) আল আমিন চাঁদপুর হতে বিদেশ যাওয়ার বিষয়ে আলোচনা করার জন্য মতিঝিলের ইয়াম্বো ট্রাভেলসে আসে। কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফেরার সময় ভিকটিম আরামবাগ পৌঁছলে গ্রেফতারকৃত রব ও সাইফুলসহ তার সহযোগীরা ভিকটিমের পথরোধ করে। এসময় গ্রেফতারকৃতরা চাকুর ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভিকটিমের শোর-চিৎকারে আশে-পাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
Leave a Reply