ভারতের সঙ্গে স্থল সীমান্ত খুলেবে আগামী ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতিদিন ৫টা পর্যন্ত স্থলবন্দরগুলো খোলা থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছরের এপ্রিলের শেষের দিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশের সরকার।
ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংবাদমাধ্যকে বলেছিলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে।
Leave a Reply