গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর রিয়া নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা ঘটনাস্থলের ৩ কিলোমিটার দূরে বহেরাচালা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) ঘটনাস্থল থেকে ওই মাদ্রাসাছাত্রীর বোনসহ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদীতে গোসল করতে যান। এসময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসেন।
এরপর চার ছাত্রী পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। একপর্যায়ে তুরাগ নদী থেকে রিচি, আইরিন, মায়া নামে তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তবে পানিতে ডুবে নিখোঁজ হন রিয়া আক্তার নামের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। পরে আজ দুপুরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে বহেরাচালা এলাকায় ভাসমান অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে।
Leave a Reply