কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি বাড়ি অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাশপাতার এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে মোছা.সাদিয়া আক্তার (৫)।
জানা গেছে, চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাশপাতার এলাকার সাদ্দাম হোসের স্ত্রী মো.হাসি বেগম সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রান্না ঘরে রান্না করছিল। এসময় ঘরে সবজি না থাকায় মেয়ে সাদিয়াকে সবজি তোলার জন্য রান্না ঘরের টিনের চালে উঠিয়ে দিয়ে বাড়ির বাহিরে চলে যায়। শিশু সাদিয়া সবজি তুলছিল কিন্তু হঠাতেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়লে নিমিষেই ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় শিশুটির গায়ে আগুন লাগলে সে মৃত্যুবরণ করে।
আগুনে পুড়ে শিশু সাদিয়ার মৃত্যু হয়েছে বলে বাংলা টাইমসকে নিশ্চিত করেন অষ্টমীর চর ইউনিয়ের চেয়ারম্যান আবু তালেব সরকার।
শিশু সাদিয়ার মৃত্যুতর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply