গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে চাষকৃত গাঁজার গাছসহ দুই গাঁজা চাষীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল-মামুন ও এ.এস আই সাইফুল-১ এর নেতৃত্বে একটি টিম উপজেলার নাকাইহাট ইউনিয়নের কুঞ্জ-নাকাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাহান আলী ও সাদ্দাম হোসেনের বাড়ীর পিছনে চাষকৃত পাঁচটি গাঁজার গাছের সন্ধান পায়।
এলাকাবাসী জানায়, শাহজাহান ও সাদ্দাম এ সহদোর দুই ভাই বাড়ীর পিছনে টিন দিয়ে বেড়া সৃষ্টি করে দীর্ঘদিন ধরে গোপনে এ গাঁজার চাষের কার্যক্রম চালিয়ে আসছিলো।পুলিশের অভিযানে সন্ধানকৃত গাঁজাগাছ উপড়ে জব্দ করে পুলিশ।
একই সাথে শাহজাহান আলী ও সাদ্দাম মিয়াকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।আটককৃত দুই গাঁজাচাষী কুঞ্জ নাকাই গ্রামের আহমদ আলীর পুত্র।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বাংলা টাইমসকে জানান,উদ্ধারকৃর্ত গাঁজার ওজন আনুমানিক ৮ কেজি। যার মূল্য ৮০ হাজার টাকা তিনি আরও জানান আসামীদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply