বড় পর্দায় সীতার ভূমিকায় এ বার কঙ্গনা রানাউত, করিনা কপূর খান নন ৷ ‘রামায়ণ’ মহাকাব্য অনুসরণ করে তৈরি হবে এই পিরিয়ড ড্রামা ৷ পরিচালনার দায়িত্বে আছেন অলৌকিক দেশাই ৷ সীতার ভূমিকায় কঙ্গনার অভিনয় করার কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন অলৌকিক ৷ ছবিটি মুক্তি পাবে পাঁচটি ভাষায় ৷
আসন্ন এই ছবির একটি টিজার পোস্টার শেয়ার করেছেন কঙ্গনা ৷ লিখেছেন, একগুচ্ছ প্রতিভাধর শিল্পীদের মাঝে কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পেয়ে তিনি খুশি ৷ কঙ্গনাকে সমর্থন করেছেন প্রযোজক সালোনি শর্মা ৷ তাঁর কথায়, একজন মহিলা হিসেবে তাঁর কাছে ‘দ্য ইনকারনেশন সীতা’ প্রজেক্টে কঙ্গনা রানাউতকে স্বাগত জানানোর মতো খুশির খবর আর কিছুই হতে পারে না ৷ সালোনি মনে করেন, ভারতীয় নারীর উদ্যমের প্রতীক হলেন কঙ্গনা ৷ তাঁর মতো সাহসিনীর মধ্যে ভারতীয় নারী বৈশিষ্ট্য বহমান ৷ মনে করেন সালোনি ৷
এর আগে সীতার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছিল করিনার কাছে ৷ কিন্তু গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ৷ এর জন্য তাঁকে নেটিজেনদের কাছে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয় ৷ অধিকাংশ নেটিজেনের মত ছিল, সীতার মতো চরিত্রে অভিনয়ের জন্য এত টাকা দাবি করা ঠিক হয়নি করিনার ৷ শোনা যায়, করিনা অবশ্য তাঁর দাবিতে অনড় ছিলেন ৷
প্রকাশ্যে সে কথা স্বীকার না করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যা চান, স্পষ্ট করে জানিয়ে দেন ৷ তিনি মনে করেন, সে টুকু সম্মান অন্তত তাঁর পাওয়া উচিত ৷ তবে কঙ্গনা ও করিনাকে একই প্রোজেক্টের জন্য ভাবা হয়েছিল কি না, সে নিয়েও দ্বন্দ্ব রয়েছে ৷ তবে শোনা যাচ্ছে, দুই নায়িকার সঙ্গে একই ছবির বিষয়ে কথা হয়েছিল ৷
জাভেদ আখতারের দায়ের করা মানহনির মামলায় কঙ্গনা সম্প্রতি ঈষৎ বিপর্যস্ত ৷ তবে কাজের দিকে ‘কুইন’ কিন্তু স্বমহিমায় ফের উজ্জ্বল ৷ গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘থলাইভি’ ৷ পাশাপাশি তাঁর আসন্ন ছবির মধ্যে আছে ‘ধকড়’ এবং ‘তেজস’ ৷ ‘ধকড়’-এ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও ৷ এ ছাড়া ‘অপরাজিত অযোধ্যা’ পরিচালনা করছেন কঙ্গনা ৷
Leave a Reply