নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মহামারি করোনা ছোবলে লকডাউনের পর খুলে দেওয়া হয়েছে সব ধরনেল অফিস স্কুল। নিত্য দিনের এমন দীর্ঘ লাইনের দৃশ সিএনজি পাম্পগুলোতে।
এ অবস্থায় সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিঞ্জপ্তিতে জানানো হয় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে বুধবার থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ রাখবে সরকার।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এ কারণে নগরজুড়ে বাড়বে জানজট। আর চালকরা বলেন, দীঘ লাইনে দাড়িয়ে গ্যাস নিতে হবে তাদের, বাড়বে ভোগান্তি।
Leave a Reply