প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশু শিক্ষার্থীদের সৎ, দক্ষ, আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী ৬০৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স।
বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৫ দিন ব্যাপী ৬০৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন জেলা স্কাউটসের সহ-সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষক ও সহকারি লিডার ট্রেনার সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল, হারুনুর রশিদ চৌধুরী, রেহেনা ইয়াসমিন, মেরিনা নার্গিস প্রমুখ।
প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে জেলার সকল বিদ্যালয়ে দুটি করে কাব ও স্কাউট দল গঠন নিশ্চিত সহ স্কাউট কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়েছে। ৫ দিন ব্যাপী ৬০৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সে আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করছেন। অংশগ্রহনকারী শিক্ষকরা প্রশিক্ষন শেষে বিদ্যালয়ে স্কাউট দল গঠন ও পরিচালনা করতে সক্ষম হবেন।
Leave a Reply