মানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’ এর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন দেন হৃদয়ে সৈয়দপুর এর কেন্দ্রিয় শাখার সভাপতি আকাশ সরদার ও সাধারণ সম্পাদক মো. রুবেল।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মানবতায় সেবায় কাজ করবে এই নব গঠিত আহবায়ক কমিটি। এতে আহবায়ক হিসেবে সবার শীর্ষে জুবায়ের রহমানের নাম উল্লেখ্য করা হয়। সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছে মার্জিয়া রাইদা। যুগ্ম আহবায়ক হিসেবে সংযুক্ত আছেন নওশাদ বাবু, আজাদ, আফরোজা ববি, নিশা আক্তার, অনুতপ, জান্নাতুল ইসলাম, আবিদ আরনাফ।
২০১৮ সালে মার্চে জন্ম হয় হৃদয়ে সৈয়দপুর নামে এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সমাজ সেবায় তরুণদের সম্মিলিত শক্তি যুক্ত করাই সংগঠনটির মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠার এই অল্প সময়ে সংগঠনটি তাদের কার্যক্রম উপজেলা ব্যাপি ছড়িয়ে দিতে পাঁচটি ইউনিয়নে কমিটি গঠন করে নানা রকম সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে।
Leave a Reply