1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সিলেটে বিভাগের শ্রেষ্ঠ ওসি জাহাঙ্গীর হোসেন - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

সিলেটে বিভাগের শ্রেষ্ঠ ওসি জাহাঙ্গীর হোসেন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন সরদার। ৯ সেপ্টেম্বর সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

জানা গেছে, গত জুলাই মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা, চোরাচালান প্রতিরোধ ছাড়াও চাঞ্চল্যকর ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

 

এ সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। ডিআইজি স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা যোগাবে।

 

উল্লেখ্য সিলেট, বিভাগের শ্রেষ্ঠ বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গত বছরের ৭ আগস্ট বড়লেখা থানায় যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট