1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছর কারাদণ্ড - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন

শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছর কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুুরহাটে শিশু অপহরণ মামলার এক আসামিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন।

 

জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মফিজুল ইসলাম (৩৩)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি বেলা ১১ টার দিকে জয়পুরহাট শহরের বাবুপাড়া গ্রামের ১০ বছরের এক শিশুকন্যা কালেক্টরেট বিদ্যালয়ে আসার পথে তাকে ফুসলিয়ে অপহরণ করেন মফিজুল ইসলাম। পরে শিশুকে সদর উপজেলার আউশগাড়া এলাকায় নিয়ে যান।

 

এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে মফিজুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ শিশুকে উদ্ধার করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।

 

বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী (পিপি) বাংলা টাইমসকে বলেন, মামলার পর আদালতে শুনানি শেষে বিচারক এ রায় দেন। অল্প সময়ের মধ্যে আদালত এ রায় দেওয়ায় আমরা খুশি হয়েছি। অপরাধীদের এমনই সাজা হওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট