পটুয়াখালীর কলাপাড়ায় সাগর মোহনা থেকে ভাসমান অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারে রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা।
পরে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশটির উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, দু’দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে যাওয়া জেলের লাশ হতে পারে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বাংলা টাইমসকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে । লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply