মানব সেবায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা ও সনদ। একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক হিসাবে তাকে সম্মাননা প্রদান করা হয়।
গত ২৪ আগস্ট ঢাকা শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা ও সনদ-২০২১ তুলে দেয়া হয়েছে।
ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদার বলেন, বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা ও সনদ হাতে পেয়েছি। তবে এ অর্জন আমার নায়, শুধুমাত্র ধানখালী ইউনিয়নবাসির। বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদের প্রতি কৃতজ্ঞ।
Leave a Reply