আসন্ন ইউপি নির্বাচনে পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ্ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হককে পুনরায় নৌকা প্রতীক প্রদানের আহ্বান জানিছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আতিয়ার রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও শাহ আবু নাসের চৌধুরী দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাংবাদিক সুলতান আহমেদ সোনা প্রমুখ।
বক্তারা জানায়, বিগত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে বড় দরগাহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকও একজন। মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভায় পীরগঞ্জের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পুনরায় নুরুল হককে নৌকা প্রতীক বরাদ্দের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply