এক নারীর তিন স্বামী। প্রতারণার স্বীকার এক প্রবাসী স্বামী চট্টগ্রামে মামলা করেছেন। তার অভিযোগ নানান কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেন স্ত্রী।
তার নাম মিনু আক্তার আবার কখনো নাছনিন আক্তার সিমু আবার কখনো ফাতেমা খাতুন। ভিন্ন ভিন্ন নামে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রায় একই সময়ে ৩ পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই নারী। এই অভিযোগে ভুক্তভোগী স্বামী প্রবাসী ইমাম হোসেন চট্টগ্রাম আদালতে সম্প্রতি একটি মামলা দায়ের করেন।
ইমাম কাতারে অবস্থানকালে ফেসবুকে মিনুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এরপর দেশে এসে ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। ২০ দিন পর কাতারে ফিরে যান ইমাম। পরে মনোমালিন্য হলেও নানা সময়ে স্ত্রীর জন্য তিনি প্রায় সাত লাখ টাকা পাঠান।
Leave a Reply