অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ। গত ৮ সেপ্টেম্বর সৈকতে মাস্ক ছাড়া থাকায় তাকে এই জরিমানা করা হয়েছে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।’
প্রত্যক্ষদর্শী জানান, মাস্ক ছাড়াই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। এর আগে মাস্ক না পরায় দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়।
Leave a Reply