1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
অনুদানের চেক হস্তান্তর করলেন পরিবেশ মন্ত্রী - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

অনুদানের চেক হস্তান্তর করলেন পরিবেশ মন্ত্রী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি থেকে চেক হস্তান্তর করেন। রবিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বড়লেখা উপজেলার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্ম সূচির আওতায় এককালীণ আর্থিক অনুদানের চেক ও নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন।

 

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব এ.কে.এম. হেলাল উদ্দিন প্রমুখ ।

 

পরে প্রধান অতিথি সুবিধা ভুগিদের মধ্যে চেগ ও ঘরের চাবি তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট