দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমদি নোয়াদ্দা আল আকসা মসজিদ কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের মসজিদ কমিটির সভাপতি হাজী মো. জামাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তেঘরিয়া ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো. বদিউজ্জামান, মো. আলতাফ মিয়া, আ: কাদের, আলমাস মিয়া, ওসমান গনিসহ শতাধিক মুসল্লি অংশ নেন।
মসজিদ কমিটির সভাপতি হাজী মো. জামাল মিয়া অভিযোগ করেন, কিছুদিন পূর্বে মসজিদের ওযুখানা, বাথরুমসহ বেশ কিছু স্থাপনা নির্মান করা হয়েছে। স্থানীয় একটি কুচক্রী মহল এসব স্থাপনা ভেঙ্গে সেই জমি দখলের পায়তারা করছে। মসজিদ কমিটির পক্ষ থেকে তারা এর প্রতিবাদ করায় আমির হোসেন, আলী হোসেন, আনোয়ার হোসেন নবীনের নেতৃত্বে ওই চক্রটি মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি মসজিদ কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করছে।
Leave a Reply