1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে ঐক্যের ডাক - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে ঐক্যের ডাক

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শনিবার (১১ সেপ্টেম্বর) ৯/১১ হামলার ২০ বছর পূর্তি অনুষ্ঠান পালনকালে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। দিনটিকে স্মরণ করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনসহ সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এ ঐক্যের ডাক দেন।

 

নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়দার হামলায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়। তাদের স্মরণে নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে নিহতের স্বজনরা জড়ো হন।

 

এতে অংশ নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। এ সময়ে ‘আমরা তোমাদের ভালোবাসি, তোমাদের আমরা মিস করি’ এ সংগীতের করুণ সুর বেহালায় বাজানো হয়। স্বজনেরা দাঁড়িয়ে কাঁদতে থাকেন আর নিহতদের নাম উচ্চারণ করেন।

 

শ্যাঙ্কসভিলে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। উদাহরণ তৈরির মতো করে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে।

 

এদিকে বিশ্ব নেতারা ৯/১১ উপলক্ষে সংহতি প্রকাশ করে বার্তায় বলেন, হামলাকারীরা পশ্চিমা মূল্যবোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট