শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহামারী করোনা কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষার্থীদের স্কুলের বেতন পরিশোধে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়।
রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়। করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে।
দীপু মনি বলেন, আপনারা (অভিভাবকরা) অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।
তিনি আরও বলেন, অযথা অভিভাবকরা যেন সন্তানদের স্কুলে দিয়ে গেটের সামনে ভিড় না করেন।
Leave a Reply