চলমান করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সহেল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ে শতাধিক শিক্ষাথীর মাঝে কাপড়ের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
জানা যায়, একই দিন সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী, ২ নং হামছাদী, দালাল বাজার, পাবর্তীনগর, হাজিরপাড়া ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের একটি করে মোট ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
Leave a Reply