বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হুমাউন কবির মোল্লার নৌকা প্রতিকের সমর্থনে বিশারীঘাটায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশারীঘাটা বাজার সংলগ্ন ইউপি ভবন চত্তরে মুক্তিযোদ্ধা আবদুল জব্বার তালুকদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. হুমাউন কবির মোল্লা। প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. জালাল উদ্দিন তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওবায়দুল ইসলাম টিটু, দলীয় সিন্ধান্তে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাড়ানো আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মাহামুদুল হাসান শুভ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিউর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান শেখ, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীমো. হুমাউন কবির মোল্লাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply