1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না' - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

‘মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না’

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না।

 

তিনি আরও বলেন, আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বহমান, এই রক্ত কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, এই রক্ত কখনো বেইমানি করবে না,আপোষ করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।

 

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সানাকৈর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম,মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট