1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
বৃষ্টিতে ডুবে গেলো দিল্লি বিমানবন্দর - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

বৃষ্টিতে ডুবে গেলো দিল্লি বিমানবন্দর

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট বৃষ্টিতে ডুবে গেছে। শুক্রবার ভারতের রাজধানিতে ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে পার্ক করে রাখা বিমান যেখানে রাখা হয়েছে, সেই অংশ ডুবে গেছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। ইন্ডিগো, স্পাইসজেটের মতো এয়ারলাইনগুলো বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের স্ট্যাটাস চেক করে আসার পরামর্শ দেয়। জারি করা হয় ‘অরেঞ্জ অ্যালার্ট’।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লিমুখী অন্তত চারটি অভ্যন্তরীণ ফ্লাইট এবং একটি আন্তর্জাতিক ফ্লাইট প্রতিবেশী শহরগুলোর দিকে ঘুরিয়ে দেয়া হয়। এছাড়া দিল্লি থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ইন্ডিগোর তিনটি ফ্লাইট বাতিল হয়ে যায়।

 

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এক টুইট বার্তায় জানায়, ‘হঠাৎ ভারী বৃষ্টিপাতে’ বিমানবন্দরের উন্মুক্ত অংশে পানি জমে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট