ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ভলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বিকশিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) জামালপুর ইসলামপুর উপজেলা আওয়ামী লীগেরর বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। অগ্রগামী উন্নয়নে দেশ বিরোধী অপশক্তি রোধে সংগঠন সুসংগঠিত করে সকলকে ঐক্যবদ্ধ থাকারর আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আগামী ২৫ সেপ্টেম্বর সম্মেলন প্রস্তুতি উপলক্ষে রবিবার (১২ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি,এস মিজান,সাংগঠনিক সম্পাদক আল আমিন চাঁন,সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আ: সালাম,যুগ্ম সম্পাদক এড.জামাল আব্দুন নাছের বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply