মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পানিতে পড়ে যায়।
তিনি আরও জানান, মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে বাসটিকে পানি থেকে উপরে তোলে। এ সময় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
Leave a Reply