দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আ: লতিফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদ নগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মৃত আবুল কাসেম এর পুত্র ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, মুক্তিযোদ্ধা আ: লতিফ কিডনির জটিলতা সমস্যা নিয়ে রংপুর ডক্টরস ক্লিনিক হাসপাতালে শনিবার (১১ সেপ্টম্বর) বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা গার্ডঅব অনারে উপস্থিত ছিলেন-নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম। বিনোদনগর হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে বাগানপাড়া পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম জানান, আঃ লতিফ ৭নং সেক্টরে থেকে যুদ্ধ করেছিলেন।
Leave a Reply