ব্রাজিলে ফিরলেন ডিফেন্ডার ডেভিড লুইস। রিও ডি জেনেইরোর দল ফ্লামেঙ্গোতো যোগ দিয়েছেন ব্রাজিলের সাবেক এই সেন্টার-ব্যাক। গত জুলাইয়ে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাববিহীন ছিলেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।
ব্রাজিলের সাবেক এই খেলোয়াড় ফ্লামেঙ্গোতে যোগ দিয়ে টুইটে জানান, ‘লোকজন এটাই চেয়েছিল, হৃদয়ও নাচছিল এবং এখন লাল-কালো জার্সি পরব।’
বেনফিকা ও পিএসজির হয়েও খেলেছেন ডেভিড লুইস। তবে ইউরোপের ক্যারিয়ারে উপভোগ্য সময় কাটিয়েছেন চেলসিতে। ব্লুজদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। এছাড়া জিতেছেন দুটি এফএ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগ।
Leave a Reply