জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে মিলাদের তবারক (পোলাও) খেয়ে তিন গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত শুক্রবার বিকালে ওই পোলও খাওয়ার পর শনিবার রাত থেকে রোবরার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলখুর গ্রামে মৃত ব্যাক্তির উদ্দেশ্যে শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে আমন্ত্রিত অতিথিদের পোলাও খাওয়ানো হয়।
Leave a Reply