1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'জেলে গিয়ে খালেদার মুক্তির আবেদন করতে হবে' - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

‘জেলে গিয়ে খালেদার মুক্তির আবেদন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আইন, বিচার সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজা স্থগিতের পর শর্তসাপেক্ষে মুক্তি পেতে বা বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্শন স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর আইনমন্ত্রী এসব কথা বলেন।

 

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আবেদনের প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিলেন শর্তসাপেক্ষে। যে আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সে আবেদনটি নিষ্পত্তি হয়ে গেলো। এই অবস্থায় এটাকে পরিবর্তন করার আইন নাই। যদি এটা করতে হয় যেটা আমি আগেও বলেছি, তাকে (খালেদা জিয়া) আবার জেলে গিয়ে এ আবেদন বাতিল করতে হবে। এরপর আবার নতুন আবেদন করতে হবে। এ আবেদনের আমাদের মেয়াদ বাড়ানো ছাড়া আমাদের কিছু করার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে যাবে।

 

আইনমন্ত্রী আরও বলেন, আমাদের কাছে গত সপ্তাহে আবেদন এসেছিল। আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে আমরা ছয় মাসের মেয়াদ বাড়াতে মত দিয়েছি। রাতে আমি খবর নিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সুরক্ষা সচিব দুজনে সরকারি কাজে বিদেশে আছেন। সেজন্য আবেদনটি এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট