1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
করোনায় একদিনে মারা গেল আরও ৫১ জন - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

করোনায় একদিনে মারা গেল আরও ৫১ জন

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহামারী করোনাভাইরাসের সংক্রমণে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন মারা গেছে। মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৯শ’ ৩১ জন। একই সময় শনাক্ত হয়েছে ১৮শ’ ৭১ জন।মোট করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

 

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে, শনিবার ৪৮, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

 

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

 

বাংলাদেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ একজন মারা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট