1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ঢাকায় সিনোফার্মের ৫৪ লাখ টিকা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

ঢাকায় সিনোফার্মের ৫৪ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিনোফার্মের ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে এই টিকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর শামসুল হক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন।

 

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে আরও অনেক টিকা দেশে আসবে।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিকা আসার খবর জানান। তিনি বলেন, ‘সিনোফার্ম থেকে কেনা ৫৪ লাখ টিকা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে।

 

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে।

 

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আপনারা জানেন প্রায় একদিনই আমরা ৩৪ লাখ টিকা দিয়েছি। এছাড়া আমরা বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কোভ্যাক্সের আওতায় ১৮ লাখ টিকা পেয়েছি। এর আগে ১০ লাখ পেয়েছি। এ মাসে আমরা আশা করছি যে চীন থেকে ২ কোটি টিকা পাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট