মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান দুই শিশুকে উদ্ধার করেছে গজারিয়া পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্পিড বোর্ড সদরে পুলিশ সুপার কার্যালয় আসার সময় শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেঘনা নদীতে ভাসতে দেখে তাদের চিৎকার শুনে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশু সজীব (১২), মেহেদুল (১৩) বাড়ী নোয়াখালী।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান পুলিশ সুপার কার্যালয়ে বেলা ১১টার দিকে স্পিড বোটে করে মেঘনা নদী পার হওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে স্পিডবোট থামিয়ে উদ্ধার করে তাদের মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসি। তারা আমাকে বলে, দুই শিশু লঞ্চে পানি বিক্রি করে।
তিনি আরও বলেন, ইমাম হাসান-৫ লঞ্চে করে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। তাদের ভাড়া না থাকায় লঞ্চের কর্তৃপক্ষ তাদের লঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমি আল-বোরাক লঞ্চে দুই শিশুকে পরিবারের সাথে কথা বলে উঠিয়ে ১০০ টাকা ভাড়া দেই এবং তাদের দুপুর বেলা খাওয়ার ব্যবস্থা করে দিই।
Leave a Reply