1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ভবানীপুরে ভোটারদের মন জয়ে তৃণমূল-বিজেপি - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

ভবানীপুরে ভোটারদের মন জয়ে তৃণমূল-বিজেপি

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঙালি, গুজরাতি, পঞ্জাবি, মারওয়াড়িদের সঙ্গে মুসলিম ভোটও রয়েছে৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্র যেন সবমিলিয়ে এক টুকরো ভারত৷ আর সেই কারণেই ভবানীপুরকে কেন্দ্র করে নিজেদের মতো করে ছক সাজাচ্ছে তৃণমূল- বিজেপি দু’ পক্ষই৷ তৃণমূল সূত্রে খবর, আগামী সপ্তাহেই ভবানীপুরের অবাঙালি ভোটারদের সঙ্গে আলাদা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

ভবানীপুর বিধানসভা জুড়েই উল্লেখযোগ্য সংখ্যায় গুজরাতি, মারওয়াড়ি এবং পঞ্জাবিদের বাস৷ অবাঙালি ভোটারদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছেন গুজরাতিরা৷ মূলত ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭০ এবং ৭২ নম্বর ওয়ার্ডে অধিকাংশ গুজরাতিদের বাস৷ শুধু ৭০ নম্বর ওয়ার্ডেই মোট ভোটারদের ৪০ থেকে ৪৫ শতাংশই গুজরাতি৷ ৭২ নম্বর ওয়ার্ডে তা ৩৫ থেকে ৪০ শতাংশ৷

 

আবার ৬৩, ৭১ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে মারওয়াড়িদের বাস৷ ৭৭ নম্বর ওয়ার্ডে বাংলা ও ঊর্দুভাষী মুসলিমদের বসবাস বেশি৷ ৮২ নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটারের সংখ্যা ৪৫ থেকে ৫৫ শতাংশ৷

 

তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘ভবানীপুরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যুগ যুগ ধরে বসবাস করেন৷ এখানে অনুগ্রহ করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না৷’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘ভবানীপুরে শুধু গুজরাতি নয়, মারওয়াড়ি, শিখ, মুসলিমরাও থাকেন৷ তাঁরা এই রাজ্য এবং এখানকার রাজনীতির স্বার্থেই ভোট দেবেন৷ তাঁরা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেরকম পরিবেশ তৈরি করতে হবে৷’

 

ভবানীপুরে এই অবাঙালি ভোটাররাই বিজেপি-র বড় ভরসা৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনেও ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে মূলত এই অবাঙালি ভোটের জোরেই এগিয়ে ছিল বিজেপি৷ বাকি ছ’টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল৷ এবারেও ভবানীপুরে অবাঙালি হিন্দু ভোটকেই টার্গেট করেছে বিজেপি৷ গুজরাতি, পাঞ্জাবি, মারওয়াড়ি, বিহারি সম্প্রদায়ের ভোটকে নিজেদের দিকে টানাই বিজেপি-র প্রাথমিক লক্ষ্য৷ আর এই ভোটে বড়সড় থাবা বসিয়ে মুখ্যমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে চায় তৃণমূল৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট