মা হওয়ার পর শনিবার বিকেলে কলকাতা পুরসভায় গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।
এ দিন কোভিশিল্ডের প্রথম ডোজ নেন যশ এবং নুসরত দু’জনেই। সন্তানের জন্ম দেওয়ার ১৬ দিনের মাথায় করোনা টিকা নিলেন নুসরত। বৃষ্টিভেজা বিকালে যশ দাশগুপ্তের সঙ্গে কলকাতা পুরসভায় হাজির হন নুসরত।
এ দিন নুসরত পরেছিলেন নীল ডেনিম এবং কালো-হলুদ-সাদার কম্বিনেশনে টি-শার্ট। যশ টিম আপ করেছিলেন নীল ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট।
টিকা দেওয়ার পরে এ দিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নুসরত লেখেন, ‘দেরি হল, তবে খুব দেরি অন্তত নয়’।
অন্যদিকে, যশ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘এ বার আমার বডিতে অ্যান্টি-বডি লোড হচ্ছে ’।
Leave a Reply