গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রীয়া বাড়ৈ (৯) ও ফাতেমা খানম (১৫) নামে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী ও ফুলবাড়ি গ্রাম থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সুপ্রীয়া বাড়ৈ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী গ্রামের টুপু বাড়ৈর মেয়ে। সে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী ছিলো এদিকে ফাতেমা খানম একই উপজেলার ফুলবাড়ি গ্রামের ঝন্টু শেখের মেয়ে। সে দশম শ্রেনির শিক্ষার্থী ছিলো।
পুলিশ জানায়, ফাতেমা খানমের লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলান্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে । অন্যদিকে সুপ্রীয়া বাড়ৈকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুপ্রীয়া বাড়ৈকে মৃত ঘোষনা করে।
এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। দুজনেরই লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply