1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থীদের চূড়ান্ত করা হয়।

 

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন-কুমিল্লা-৭ আসন থেকে ডা. প্রাণ গোপাল দত্ত, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আফতাব উদ্দিন ভূঁইয়া।

 

এছাড়া কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রাকিবুল হাসান শিবলী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি পরিষদের চেয়ারম্যান পদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীল।

 

রাজশাহী গোদাগাড়ী পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জিয়াউল হক।

 

দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন জাতীয় সংসদের-২৫৫ কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট