রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
সবুজবাগ থানার ওসি মু. মুরাদুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফাঁস হওয়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। কেউ তা গোপনে ধারণ করে।
তবে এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।
Leave a Reply