নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভাসানচরের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কোস্টগার্ড ও এপিবিএনের একদল সদস্য ৩নম্বর ল্যান্ডিং সাইডের খালের একটি নৌকার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অর্ধগলিত মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply