বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ব্যস্ততা বাড়ছে কলকাতায়। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। আর সেই সিনেমায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না। টালিউডে সবার কাজের সঙ্গে এখনও ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি। এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো চরিত্র পেলে অবশ্যই নিয়মিত কাজ করবো।
এ বিষয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, ‘এই ছবিতে মিথিলাকে দেখা যাবে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি।
Leave a Reply