চিলমারীতে অসহায় দরিদ্র প্রতিবন্ধী আমিরনকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক সংগঠন সংযোগ । শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সংযোগের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী এলাকার দরিদ্র প্রতিবন্ধী আমিরন বেগমের বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ার উপহার দেন।
এ সময় সংযোগের সংযোজক মো. রবিউল ইসলাম, কুড়িগ্রাম অক্সিজেন হাবের নাদিম মাহবুব নিশাত, সোহাগ, সংযোজক নুর আলম নাহিদ, শামীম আকতার, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।কয়েক বছর আগে একটি হুইল চেয়ার ছিলো আমিরনের সেটি নষ্ট হওয়ার পর আর কেউ তাকে হুইল চেয়ার দেয়নি।
সংযোগের হুইল চেয়ার পেয়ে আমিরন বেগম খুশি হন।
Leave a Reply